টাঙ্গাইলে শিক্ষাসফরের চারটি বাসে ডাকাতি, শিক্ষক-শিক্ষার্থীদের মারধর

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ৫:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষাসফরের চারটি বাস ডাকাতির শিকার হয়েছে। ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে নাটোরের একটি পার্কে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার ভোর সোয়া চারটার দিকে সড়কে গাছ ফেলে ডাকাত দল বাসগুলোতে থাকা শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মুঠোফোন, টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে ৯৯৯ নম্বরে ফোন করার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পালিয়ে যায়।
বাসে থাকা শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা চারটি বাসে করে শিক্ষাসফরে রওনা হয়েছিলেন। গতকাল সোমবার রাত তিনটার দিকে তাঁরা স্কুল থেকে বের হয়ে নাটোরের গ্রিনভ্যালি পার্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। ভোর সোয়া চারটার দিকে ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউনিয়নের লক্ষণের বাধা এলাকায় পৌঁছালে তাঁদের চারটি বাস ডাকাত দলের কবলে পড়ে। ওই এলাকায় ঘাটাইল-সাগরদীঘি সড়কের পাশে গাছ কেটে রাস্তা বন্ধ করে দেয় ডাকাতরা।
ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম বলেন, "ডাকাতির শিকার শিক্ষাসফরের দলটি আল্লাহর রহমতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ভবিষ্যতে শিক্ষাসফরের জন্য রাতের সময় এবং ঝুঁকিপূর্ণ স্থান থেকে পরিহার করার পরামর্শ দেওয়া হবে।"
১২৮ বার পড়া হয়েছে