সর্বশেষ

সারাদেশ

নওগাঁয় স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ১:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
নওগাঁর আত্রাইয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করে তার স্বর্ণালংকার ও টাকা লুটের ঘটনা ঘটেছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আহসানগঞ্জ হাটের কাছে মালাধার সেতুর এলাকায় সংঘটিত এই ঘটনায় ভুক্তভোগী স্বর্ণ ব্যবসায়ী নান্টু প্রামাণিক (৪০) গুরুতর আহত হয়েছেন। তিনি যোগাড় করা তথ্য অনুযায়ী দাবি করেছেন যে, ডাকাতদের হামলায় তার কাছ থেকে ১৫ ভরি স্বর্ণালংকার, ৩০০ ভরি চাঁদির অলংকার ও ২ লাখ টাকা লুট হয়েছে।

নান্টু প্রামাণিক, যিনি আত্রাই উপজেলা সদরের সাব-রেজিস্ট্রি অফিসের পাশে স্বর্ণ পট্টিতে "রিংকু জুয়েলার্স" নামক প্রতিষ্ঠানের মালিক, প্রতিদিন ব্যবসা শেষে স্বর্ণালংকার ও টাকা বাড়িতে নিয়ে যান। সোমবার রাতে তিনি দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। তিনি যখন মালাধার সেতুর কাছে পৌঁছান, তখন অজ্ঞাত ডাকাতদল পেছন থেকে মাথায় লোহার রড দিয়ে আঘাত করে তাকে পড়িয়ে দেয়। মাটিতে লুটিয়ে পড়ে যাওয়ার পর তার ওপর আক্রমণ চালিয়ে ডাকাতরা তার ব্যাগ থেকে ১৫ ভরি স্বর্ণালংকার, ৩০০ ভরি চাঁদির অলংকার ও নগদ টাকা লুটে নেয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনা স্থানে নওগাঁ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কুদরত-ই খোদা এবং আত্রাই থানার ওসি মো. শাহাবুদ্দিন পরিদর্শন করেন।

এ প্রসঙ্গে ওসি শাহাবুদ্দিন জানিয়েছেন যে, স্বর্ণ ব্যবসায়ী নান্টু প্রামাণিকের বিরুদ্ধে আক্রমণ করে তার কাছে থাকা স্বর্ণালংকার এবং টাকা ছিনিয়ে নেয়া হয়েছে। এ ঘটনায় ব্যবসায়ী পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এজহারের পর জানা যাবে লুট হওয়া মালামাল ও টাকার পরিমাণ। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত লোকজনকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য কাজ করছেন।

১৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন