সর্বশেষ

জাতীয়

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাপ্রধান যা বললেন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পেছনে প্রথম কারণ হলো আমাদের নিজেদের মধ্যে হানাহানি এবং খণ্ড-বিখণ্ডতার অবস্থায় থাকা।

তিনি উল্লেখ করেন যে, আমরা একে অপরকে দোষারোপ করায় ব্যস্ত আছি।

তিনি জানান, বর্তমানে দেশের অস্থিতিশীলতার কারণে অপরাধীদের জন্য এটি একটি চমৎকার সুযোগ হয়ে দাঁড়িয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে ‘পিলখানায় সংঘটিত নির্মম হত্যাকাণ্ডে শাহাদতবরণকারী শহীদ অফিসারদের স্মরণে’ একটি বিশেষ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জেনারেল বলেন, জরুরি বিষয়গুলো মাথায় রেখে আমাদের সংগঠিত এবং একত্র হয়ে কাজ করতে হবে, অন্যথায় অপরাধের মাত্রা বাড়তেই থাকবে। বর্তমানে পুলিশ সদস্যদের কার্যক্রমে বাধা আসছে, কারণ অনেক পুলিশ সদস্য মামলার কারণে বিব্রত এবং অনেকে কারাবন্দি আছেন। র‍্যাব, বিজিবি, ডিজিএফআই এবং এনএসআই আতঙ্কিত অবস্থায় রয়েছে এবং বিভিন্ন গুম-খুনের তদন্ত চলছে। তবে তিনি আশ্বাস দেন যে, দোষীদের আইনের আওতায় আনার জন্য তদন্ত অব্যাহত থাকবে এবং সেক্ষেত্রে এ প্রতিষ্ঠানগুলোর মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে।

জেনারেল ওয়াকার-উজ-জামান আরও বলেন, এই দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধু সেনাবাহিনীর নয়। দুই লাখ পুলিশ আছে, বিজিবি আছে, র‍্যাব আছে ও আনসার-ভিডিপি আছে। আমার আছে ৩০ হাজার সৈন্য। ৩০ হাজার সৈন্য দিয়ে আমি কীভাবে পূরণ করবো। ৩০ হাজার থাকে, আবার ৩০ হাজার চলে যায় ক্যান্টনমেন্টে, এটা দিয়ে আমরা দিন-রাত চেষ্টা করে যাচ্ছি।

১৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন