সর্বশেষ

জাতীয়

সরকারের থেকে রাজপথে আমার ভূমিকা বেশি থাকবে: নাহিদ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ৯:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলতে এসে মো. নাহিদ ইসলাম জানিয়েছেন, 'আমি গণ-অভ্যুত্থানের বাস্তবায়নের উদ্দেশ্যে মাঠে কাজ করার লক্ষ্যে পদত্যাগ করেছি।'

তিনি আরও বলেন, 'গণ-অভুত্থানে অংশগ্রহণকারী শক্তিকে সংগঠিত করতে সরকারের বাইরে থেকে রাজপথে কাজ করা আমার জন্য অধিক কার্যকর হবে।'

আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন নাহিদ ইসলাম। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম জানান, গত ছয় মাসে তিনি দুটি মন্ত্রণালয়ের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, 'ছয় মাস একটি অত্যন্ত অল্প সময়, তবে আমি চেষ্টা করেছি। আমার কাজের মূল্যায়ন জনগণই করবে।'

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, নতুন রাজনৈতিক দল গঠনে অংশগ্রহণের তাঁর আগ্রহ রয়েছে।

আজ দুপুরে মো. নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তিনি তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন একটি রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে, যা নাহিদ ইসলামের নেতৃত্বে পরিচালিত হবে। এ কারণেই তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন, যা গত কয়েকদিন ধরেই আলোচনা চলছিল।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন