উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মো. নাহিদ ইসলাম

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ৯:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মো. নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন।
আজ মঙ্গলবার তিনি এই সিদ্ধান্ত নেন, যা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রকাশিত খবরের মাধ্যমে নিশ্চিত হয়েছে।
নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন। তিনি পদত্যাগ করার ব্যাপারে দীর্ঘদিন থেকে গুঞ্জন চলছিল এবং সুত্র জানায়, নতুন একটি রাজনৈতিক দলের নেতৃত্ব দেওয়ার উদ্দেশ্যে তিনি এই পদ ত্যাগ করেছেন।
এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গঠিত এই দলের শীর্ষ পদগুলোতে ওই আন্দোলনের সময়কার ছাত্রনেতারা আসবেন। নাহিদ ইসলামকে দলের আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে, যা নিয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে কোনো আপত্তি নেই। তবে সদস্যসচিব পদ নিয়ে কিছু মতবিরোধ ছিল, যার ফলে আখতার হোসেনকে নিয়ে সমঝোতা হয়েছে।
এছাড়াও, ছাত্রশিবিরের সাবেক নেতাদের সঙ্গে আলোচনা করে আলী আহসান জোনায়েদকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে বিবেচনা করা হচ্ছে। একইভাবে, দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারীর কথাও চলমান।
নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটাবিরোধী আন্দোলনের মুখপাত্র হিসেবে পরিচিত হয়েছেন। ওই আন্দোলনের সময় দেশে রাজনৈতিক অস্থিরতার কারণে ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যান, এবং ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারে নাহিদ ইসলাম উপদেষ্টা হিসেবে নির্বাচিত হন।
ঢাকার বনশ্রীর ছেলে নাহিদ ইসলাম ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছেন।
১৩২ বার পড়া হয়েছে