মেহজাবীন জানালেন আদনানের সাথে প্রেমের কাহিনী

সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ২:৫০ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশের অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সম্প্রতি প্রযোজক আদনান আল রাজীবকে বিয়ে করেছেন।
বিয়ের দেড় সপ্তাহ পর আজ দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগপূর্ণ পোস্টে পাঁচটি ছবি শেয়ার করেছেন তিনি। সেই পোস্টে মেহজাবীন জানিয়েছেন তাঁদের প্রেমের কাহিনি।
বিয়ের পর স্বামীকে নিয়ে মেহজাবীন লিখেছেন, "একটা ছেলে দেখা করতে এসেছিল; বাঁকা দাঁত ও মিষ্টি হাসি তার পরিচয়। আমি শুটিং হাউসের বারান্দায় দাঁড়িয়ে ছিলাম, সে রাস্তায় দাঁড়িয়ে হাত নেড়েছিল। আমাদের মধ্যে মাত্র ১৫ মিনিট কথা হয়েছিল, তারপর সে চলে যায়; কিন্তু যেতে যেতে আমার মনে হয়েছিল, আমার হৃদয়ের কিছু যেন হারিয়ে গেল।"
মেহজাবীন আরও যোগ করেছেন, "১৩ বছর পর, আমরা আজ এখানে এসেছি। আমরা একসঙ্গে বেড়ে উঠেছি, সাফল্য একসঙ্গে উদ্যাপন করেছি এবং কঠিন সময়ে একে অপরের পাশে থেকেছি। সাত বছরের বন্ধুত্ব বলায় বলে, তা চিরকাল স্থায়ী হয়; কিন্তু আমরা প্রায় দ্বিগুণ সময় একসঙ্গে কাটিয়েছি।"
বিয়ের ব্যাপারে মেহজাবীন বলেন, "২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি, আমাদের সম্পর্ক চিরস্থায়ী হয়েছে। আমরা প্রতিজ্ঞা করেছি হাত ধরে একসঙ্গে চলবো। আদনান আল রাজীব, তোমাকে জীবনের সেরা বন্ধু হিসেবে বেছে নিয়েছি।"
১৭০ বার পড়া হয়েছে