সর্বশেষ

সারাদেশ

ক্ষমতায় থেকে দল গঠন করলে 'কিংস পার্টি' বলবে জনগণ: মির্জা ফখরুল

মোঃ রাসেল হোসেন, ধামরাই
মোঃ রাসেল হোসেন, ধামরাই

সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ২:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকার ধামরাইয়ে ঢাকা জেলা বিএনপির এক জনসভায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সতর্ক করে বলেছেন, ক্ষমতায় থাকাকালীন নতুন দল গঠন করলে জনগণ তাদের ‘কিংস পার্টি’ হিসেবে অভিহিত করবে।

কিন্তু নতুন রাজনৈতিক দল গঠন করার ক্ষেত্রে বিএনপি নতুনদের স্বাগত জানাবে বলেও জানান তিনি। 

 

মির্জা ফখরুল আরও বলেন, বিএনপির প্রধান লক্ষ্য হচ্ছে জনগণের অধিকার এবং ভোটের অধিকার ফিরিয়ে দেয়া। তিনি আশা প্রকাশ করেন যে, ভোটের দিনে জনগণ তাদের ইচ্ছামতো ভোট দিতে পারবে।

তিনি উল্লেখ করেন, কিছু দল এবং ব্যক্তিরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি তাঁদের সামনে নিয়ে আসছেন। এ প্রেক্ষিতে তিনি অভিজ্ঞতার আলোকেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের প্রয়োজনীয়তার কথা বলেছেন।

জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট নিপুন রায় চৌধুরীর সঞ্চালনায় এই সভায় আরও বক্তব্য রাখেন ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন, ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ, এবং ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল ইসলামসহ অন্যান্য নেতারা।

আয়োজিত এই জনসভায় ঢাকা জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের লাখ লাখ কর্মী এবং সমর্থকরা ধামরাইয়ের যাত্রাবাড়ীতে জমায়েত হন।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন