সর্বশেষ

জাতীয়

এ বছর ডিসেম্বরে বা ২০২৬ সালের মার্চে জাতীয় নির্বাচন : প্রেসসচিব

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ২:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ডিসেম্বরে অথবা ২০২৬ সালের মার্চে অনুষ্ঠিত হতে পারে, এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর উভয়পক্ষের মতামতের উপর নির্ভর করবে বলে তিনি উল্লেখ করেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য প্রদান করেন।

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগের বিষয় নিয়ে তিনি উল্লেখ করেন, 'বর্তমানে তিনি পদত্যাগ করেননি।' নাহিদ ইসলামের নতুন রাজনৈতিক দলে যোগ দেয়ার বা অন্যান্য ইচ্ছের বিষয়টি সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয় এবং সে বিষয়ে সরকার কোনও মন্তব্য করতে চায় না।

প্রেসসচিব আরও জানান, সরকারি সব দপ্তরে ই-ফাইলিং পদ্ধতির কার্যক্রম শুরু করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ উপদেষ্টা পরিষদের এক সভায় সরকারের সকল প্রতিষ্ঠানে ই-ফাইলিং কার্যকর করার নির্দেশনা প্রদান করেন।

এছাড়া, সরকার সব প্রকল্পে তৃতীয় পক্ষের প্রতিনিধিদের মাধ্যমে প্রকল্প মূল্যায়ন করার সিদ্ধান্ত নিয়েছে বলেও তিনি জানান।

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেসসচিব ফয়েজ আহম্মদ ও সহকারী প্রেসসচিব সুচিস্মিতা তিথি।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন