সর্বশেষ

সারাদেশ

চাটমোহরে ব্যক্তিগত উদ্যোক্তাকে জোরপূর্বক অপসারণের অভিযোগ

এম এস রহমান, পাবনা
এম এস রহমান, পাবনা

সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ১:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা রিপন উদ্দিনকে বরখাস্ত করার অভিযোগ উঠেছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ডিবিগ্রাম ইউনিয়ন ডিজিটাল সেন্টারে এ ঘটনা ঘটে। রিপন উদ্দিন অভিযুক্তদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ প্রদান করেছেন। অভিযোগের অন্তর্ভুক্ত পাঁচজন অভিযুক্তের নাম হলো, পুরাতন ধানবিলা গ্রামের উজ্জল হোসেন, দয়রামপুর গ্রামের সাইফুল ইসলাম, দাঁথিয়া কয়রাপাড়া গ্রামের মাহাবুবুল আলম, খৈরাশ গ্রামের সারোয়ার হোসেন এবং ডিবিগ্রাম ইউনিয়ন পরিষদের সচিব শামসুল আরেফিন।

রিপন উদ্দিন উল্লেখ করেন, কাঁঠালবাড়িয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে হিসেবে তিনি ১৬ বছর ধরে ডিবিগ্রাম ইউনিয়ন পরিষদের ডিজিটাল উদ্যোক্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সোমবার সকালে অভিযুক্তরা ডিজিটাল উদ্যোক্তা সেন্টারে গিয়ে তাঁকে মারধরের হুমকি দিয়ে বের করে দেয় এবং সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেয়। তারা মাহাবুবুল আলমকে ডিজিটাল তথ্য কেন্দ্রের দায়িত্ব নিতে নির্দেশ দেয়।

অভিযুক্ত মাহাবুবুল আলম বলেন, “একটি ডিজিটাল সেন্টারের জন্য ৫ বছরের চুক্তিপত্র হয়। আমাকে শেষ নভেম্বর মাসে দায়িত্ব পালনের জন্য অনুমোদন দেওয়া হয়েছিল।”

ডিবিগ্রাম ইউনিয়ন পরিষদের সচিব শামসুল আরেফিন বলেন, “মাহাবুবুলের সাথে আগের ইউএনও’র চুক্তি হওয়ার পর থেকেই রিপনকে দায়িত্ব বুঝিয়ে দিতে বলেছিলাম। তবে রিপন তা করতে রাজি হয়নি।”

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী জানান, “আগের ইউএনও’র সঙ্গে হওয়া চুক্তিপত্রের বিস্তারিত আমি দেখেছি এবং আইন অনুযায়ী সমাধান করার জন্য সচিবকে নির্দেশ দিয়েছি। অভিযোগের নিষ্পত্তির জন্য আমি আগামীকাল পরিষদে যাব। আইন অনুযায়ী যিনি দায়িত্ব পালন করার উপযুক্ত, তিনিই দায়িত্ব নেবেন।”

২৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন