সর্বশেষ

সারাদেশ

সাজেক ভ্যালির আগুন নিয়ন্ত্রণে, পুড়ে গেছে ৬০ থেকে ৭০ রিসোর্ট 

রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটি প্রতিনিধি

সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ১:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
রাঙামাটির সাজেক ভ্যালিতে লাগা অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে অন্তত ৬০ থেকে ৭০টি রিসোর্ট পুড়ে গেছে।

সোমবার বিকেল ৫টার দিকে আগুন নিভানো সম্ভব হয়। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুঃখজনকভাবে আগুনের কারণে প্রায় ৬০ থেকে ৭০টি রিসোর্ট সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে।

দুপুর পৌনে ১টার দিকে ইকো ভ্যালি রিসোর্টে আগুনের শুরু ছিল। এর পর মুহূর্তেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে সাজেক অবকাশ রিসোর্টসহ অন্যান্য রিসোর্টগুলোতে। ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী এবং স্থানীয়রা সঙ্গে সঙ্গে আগুন নেভানোর চেষ্টা শুরু করে।

ফায়ার সার্ভিস জানায়, সাজেক এলাকায় কোনো ফায়ার স্টেশন না থাকায়, দীঘিনালা ফায়ার স্টেশনের একটি ইউনিট ২টা ৪০ মিনিটে উদ্ধার কার্যক্রম শুরু করে। এরপর মাটিরাঙ্গা স্টেশনের দুইটি, লংগদু স্টেশনের দুইটি, পানছড়ি ফায়ার স্টেশনের দুইটি, খাগড়াছড়ি সদরের একটি, রামগড় থেকে একটি এবং লক্ষীছড়ি ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। দুর্গম রাস্তার কারণে তাদের ঘাটিতে পৌঁছাতে বেশ কাটত সময় লাগছে, এছাড়া পানি সংকটও একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন