সর্বশেষ

অর্থনীতি

রমজানে ব্যাংকে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ১:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
আসন্ন রমজান মাসে ব্যাংকে লেনদেনের সময় নির্ধারণ করা হয়েছে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।

এইভাবে, রমজানে ব্যাংকে বিরতিহীনভাবে লেনদেন হবে পাঁচ ঘণ্টা জুড়ে। তবে, ব্যাংকের অফিসের সময়সূচি থাকবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সব তফসিলি ব্যাংক দেশে রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এ সময়ের মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের জন্য বিরতি থাকবে। তবে এই বিরতির সময়ে অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা সম্ভব হবে।

সাধারণ সময়ে ব্যাংকে লেনদেনের সময় থাকে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, এবং অফিসের সময় থাকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে রমজান মাসে কেন্দ্রীয় ব্যাংক অভ্যস্থভাবে অফিস এবং লেনদেনের সময়সূচি পরিবর্তন করে।

রমজান মাস শেষে অফিসের পূর্ববর্তী সময়সূচিতে ফিরবে বলেও সার্কুলারে জানানো হয়েছে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন