সর্বশেষ

সারাদেশ

কুমারখালী পৌরসভায় প্রকল্প বাস্তবায়নের বিবর্ণ চিত্র, তদারকির কেউ নেই!

হাবীব চৌহান, কুমারখালী (কুষ্টিয়া) থেকে:
হাবীব চৌহান, কুমারখালী (কুষ্টিয়া) থেকে:

সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ১২:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার ঐতিহ্যবাহী জনপদ কুমারখালী পৌরসভায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের বিবর্ণ চিত্র ফুটে উঠেছে। এখানে তদারকির কেউ নেই, ঢালাই করছে নির্মাণ শ্রমিকরা!

ড্রেন নির্মাণ কাজ, (বাটিকামারা রেলগেট এলাকা কুমারখালী) সিমেন্ট, বালি ও পাথরের ঢালাই করে চলেছে শ্রমিকেরা। এখানে তদারকির কেউ নেই (পৌরসভা ও প্রকল্প সংশ্লিষ্টরা) সেখানে। কিছু সময় এদিকে-ওদিকে খোঁজ নিয়ে জানলাম আসেনি কেউ। কর্মরত শ্রমিকেরাও জানালেন তারা আসেনি। তখন সময় প্রায় সকাল ১০টা ২০ মিনিট হবে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, সবকিছু আগের মতোই আছে। এখন শুধু নিম্নমানের নির্মাণ সামগ্রীর ব্যবহার কমেছে। তবে আগে যারা অতি নিম্নমানের কাজ করেছে বুক ফুলিয়ে, এখনো তাদের কেউ কেউ কাজ করছে। তাই কঠোর তদারকি করা উচিত। কিন্তু বর্তমান তদারকির অবস্থাও প্রায় সেই আগের মতোই রয়ে গেছে।

কিছুদিন আগে পৌরসভার উন্নয়ন কাজ বাস্তবায়নে অনিয়ম ও ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বেচ্ছাচারিতা নিয়ে অভিযোগ করেছিলেন একজন গণমাধ্যমকর্মী। তাঁর অভিযোগ ছিল ছুটির দিনে ও রাতে ঢালাই কাজ করা নিয়ে। সেখানে পৌরসভার ও প্রকল্প সংশ্লিষ্ট তদারকির কেউ ছিলেন না বলে তিনি অভিযোগ করেন। কিন্তু- আজও এমনই দৃশ্য চোখে পড়লো। কাজ চলছে কিন্তু তদারকির কেউ সেখানে নেই।

এ বিষয়ে পৌরসভার প্রশাসক জানান, হতে পারে একাধিক জায়গায় কাজ চলছে তো তাই!

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন