সর্বশেষ

রাজনীতি

জনসমর্থন উপযুক্তভাবে ব্যবহার করতে ব্যর্থ সরকার: নুরুল হক

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জনসমর্থন উপযুক্তভাবে ব্যবহার করতে ব্যর্থ হয়ে গেছেন অন্তর্বর্তী সরকার, এমন মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সাথে সাক্ষাতের পর গণমাধ্যমের কাছে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর উল্লেখ করেন, বর্তমান সরকারের বিরোধিতা করতে বেশ কিছু পতিত আওয়ামী লীগ নেতা দেশব্যাপী বিভিন্ন ধরনের অপরাধে লিপ্ত রয়েছে। তিনি বলেন, "নির্বাচন শেষ হলে সব সমস্যার সমাধান হয়ে যাবে"—এমন ধারণা সম্পূর্ণ ভুল। যদিও বর্তমান সরকারের কিছু সমর্থন রয়েছে, তবে তারা তা সঠিকভাবে কাজে লাগাতে পারছে না।

তিনি আরও জানান, রাজনৈতিক পরিবর্তনের ফলে বেশ কিছু শীর্ষ সন্ত্রাসী জামিন পেয়ে পুনরায় তাদের প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। তিনি সতর্ক করে বলেন, যদি ঢাকা মহানগর পুলিশ পুরোপুরি সক্রিয় না হয়, তাহলে দেশ পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে।

নুর বলেন, পতিত সরকারের অনেক সদস্য এখনও গ্রেপ্তারের বাইরে আছেন, এবং তাদের ধরা না পড়লে তারা সরকারকে আরও সমস্যার মুখে ফেলতে পারে। কিছু লোক বাংলাদেশকে পাকিস্তানের পর্যায়ে নিতে চাইছে—এমন ভাবনা প্রচারিত হচ্ছে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করতে দেশের ভেতরে ও বাইরে একাধিক এজেন্সি নানা অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে। এই বিদেশি ষড়যন্ত্র মোকাবেলায় পুলিশের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন