মেহজাবীনের গায়েহলুদ শেষে বিয়ের অনুষ্ঠান আজ

সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ৪:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকার কাছাকাছি এক রিসোর্টে গায়েহলুদ অনুষ্ঠান করেছেন মেহজাবীন চৌধুরী। গতকাল রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই অনুষ্ঠানে পরে সন্ধ্যায় ছিল মেহেদি অনুষ্ঠান।
আজ সোমবার একই স্থানে অনুষ্ঠিত হচ্ছে তাদের বিয়ের অনুষ্ঠান। মেহজাবীনের বর হলেন জনপ্রিয় প্রযোজক ও পরিচালক আদনান আল রাজীব।
১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি রেস্টুরেন্টে মেহজাবীন ও আদনান আল রাজীবের আক্দ সম্পন্ন হয়। বিয়ের আমন্ত্রণপত্রে লেখা ছিল, "মহিউদ্দিন চৌধুরী ও গাজালা চৌধুরীর আদরের কন্যা মেহজাবীন চৌধুরীর সঙ্গে বাসেদুল আলম ও সাবেকুন নাহারের ছেলে আদনান আল রাজীবের বিয়েতে আপনি সাদরে আমন্ত্রিত।"
মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীবের প্রেমের সম্পর্ক প্রায় সাত বছর ধরে চললেও তাঁরা কখনোই প্রকাশ্যে এই সম্পর্কের কথা বলেননি। তবে এটি বিনোদন অঙ্গনে ছিল এক রকম 'ওপেন সিক্রেট', এবং নানা সময়ে সংবাদমাধ্যমে প্রশ্ন করা হলেও তারা এ বিষয়ে চুপ ছিলেন। শেষ পর্যন্ত এই গুঞ্জনটি সত্যি হয়ে উঠেছে।
অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ঢাকার অদূরের এক রিসোর্টে, যেখানে গত কয়েক দিন ধরে প্রস্তুতি চলছিল। গতকাল সোমবার সকাল থেকেই সেখানে মেহজাবীন ও আদনানের পরিবারের সদস্যরা আসা শুরু করেন। এই বিয়েতে উপস্থিত ছিলেন বিনোদন অঙ্গনের বেশ কিছু ঘনিষ্ঠজন, যাদের মধ্যে নুসরাত ইমরোজ তিশা, রেদওয়ান রনি, সিয়াম আহমেদ, সাবিলা নূর, এলিটা করিম, আশফাক নিপুণ, সাদিয়া আয়মান, রায়হান রাফী, তমা মির্জা, নঈম ইমতিয়াজ নেয়ামূল, মোস্তফা কামাল রাজ, জেফার রহমান প্রমুখ।
১৪২ বার পড়া হয়েছে