সাতক্ষীরায় ১৬ লাখ ১১ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ

রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ২:২০ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) ১৬ লাখ ১১ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে।
এই অভিযানটি রোববার (২৩ ফেব্রুয়ারি) সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা ও হিজলদী সীমান্ত এলাকায় চালানো হয়।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। বিকাল সাড়ে ৪টায় সাংবাদিকদের জানান যে, গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ আভিযানিক দলগুলি এসব পণ্য জব্দ করে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা বিওপির দল মন্দির রোড এলাকা থেকে ৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, তলুইগাছা বিওপির দল কেড়াগাছি এলাকা থেকে ৫১ হাজার টাকা মূল্যের ভারতীয় বোরকা জব্দ করে। এছাড়া কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির তিনটি বিশেষ আভিযানিক দল ফকিরপাড়া, কেড়াগাছি ও বালিয়াঙ্গা এলাকা থেকে ১৪ লাখ ২৫ হাজার টাকার ভারতীয় শাড়ি ও ঔষধ জব্দ করে। মাদরা বিওপির দল ভাদিয়ালী এলাকা থেকে ৩০ হাজার টাকার ভারতীয় শাড়ি এবং হিজলদী বিওপির দল আখবাগান এলাকা থেকে ৩০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ করে।
এছাড়া, বিজিবি জানায় যে, জব্দকৃত পণ্যগুলি ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে পাচার করা হচ্ছিল এবং এ কারণে তা জব্দ করা হয়। বর্তমানে, এসব পণ্য সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।
তবে, চোরাচালানীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায়, তাদের আটক করা সম্ভব হয়নি।
১৪৮ বার পড়া হয়েছে