সর্বশেষ

সারাদেশ

বান্দরবান লামা উপজেলায় মডেল মসজিদের শুভ উদ্বোধন

মো: আরিফ, বান্দরবান
মো: আরিফ, বান্দরবান

রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ২:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
বান্দরবান জেলার লামা উপজেলায় নতুন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন অর্ন্তবর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা, ড. আ ফ ম খালিদ হোসেন।

এই উদ্বোধন অনুষ্ঠানটি ২৩ ফেব্রুয়ারি, রবিবার সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়, যেখানে মসজিদের ফলক উন্মোচন এবং মোনাজাতে অংশ নেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি ও লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. মঈন উদ্দিন সাহেব।

এই মডেল মসজিদটি ‘৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পের আওতায় নির্মিত হয়েছে। প্রকল্পটির মাধ্যমে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ প্রতিষ্ঠার কার্যক্রম চলমান রয়েছে।

গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে এই মসজিদটি তিন ধাপে নির্মাণ করা হয়েছে এবং এতে মোট ব্যয় হয়েছে প্রায় ১৫ কোটি টাকা। আশা করা হচ্ছে, এই নতুন উদ্যোগটি ইসলামী শিক্ষা ও সংস্কৃতির চর্চা এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন