সর্বশেষ

খেলা

দুর্বাচারা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্পোর্টস রিপোর্টার 
স্পোর্টস রিপোর্টার 

রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ১:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়া সদর উপজেলার ঐতিহ্যবাহী দুর্বাচারা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

পাশাপাশি এবারের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নতুন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানও আয়োজন করা হয়।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। গত সপ্তাহে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার পর এবার আয়োজন করা হয় জমকালো পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। এতে বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, গ্রামবাসী এবং অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। বিভিন্ন ইভেন্টে শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সায়েদুল হকের পরিচালনায় খেলা অনুষ্ঠিত হয় এবং শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো: জাকির হোসেন সরকারের উপস্থিত থাকার কথা ছিল। তবে দলীয় কাজে ঢাকায় চলে যাওয়ায় তিনি উপস্থিত হতে পারেননি। তবে তিনি একটি বার্তার মাধ্যমে সবার প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির আহবায়ক ও কুষ্টিয়া সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মোঃ ইসমাইল হোসেন মুরাদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ শহিদুজ্জামান খোকন, কুষ্টিয়া সদর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আব্দুল মাজেদ, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ নজরুল ইসলাম এবং মোঃ জয়নাল আবেদীন প্রধানসহ আরও অনেক অতিথি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দুর্বাচারা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি, কুষ্টিয়া আদর্শ ডিগ্রী মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ ও কুষ্টিয়া সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক প্রো-ভিপি মো: সালাহ্ উদ্দিন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন। এছাড়া অন্যান্য শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।

১৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন