সর্বশেষ

সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ৫ দিন পর পুলিশ কনস্টেবলের মৃত্যু 

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ১২:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর অবশেষে পরাজিত হলেন সাতক্ষীরা সদর থানার কনস্টেবল সোহাগ আলী।

শনিবার গভীর রাতে ঢাকা জাতীয় বার্ণ ইউনিটের প্লাস্টিক সার্জারী বিভাগের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তবে, কীভাবে তিনি বিদ্যুতায়িত হয়েছিলেন, সে বিষয়ে এখনও কোনো স্পষ্ট তথ্য বের করতে পারেনি পুলিশ।


কনস্টেবল সোহাগ আলী চুয়াডাঙা জেলার ঝিনাইদহ বাস স্ট্যান্ট পাড়ার অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য প্রয়াত মুক্তিযোদ্ধা নাসির উদ্দিনের ছেলে।

যশোর জেলার অভয়নগর থানার ফাঁড়িতে কর্মরত কনস্টেবল মাসুদুর রহমান জানিয়েছেন, তার ভাই সোহাগ আলী সাতক্ষীরা সদর থানায় কর্মরত ছিলেন এবং ১৮ ফেব্রুয়ারি বিকেল ৬টা থেকে ঢাকা জাতীয় বার্ণ ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। শনিবার রাতে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের পর তার মরদেহ কোথায় পাঠানো হবে, তা এখনো নির্ধারিত হয়নি।

সূত্রে জানা যায়, সোহাগ আলী ১৭ ফেব্রুয়ারি রাতে শহরের মধুমোল্লারডাঙিতে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলের উদ্দেশ্যে থানায় থেকে বের হন। ওই রাত একটার দিকে সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে থানায় ফোন করে জানানো হয়, তিনি বিদ্যুতায়িত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চলে এসেছেন। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। পরদিন তাকে ঢাকার জাতীয় বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। তবে সোহাগ কথা বলতে পারছিলেন না, তাই তার বিদ্যুতায়িত হওয়ার সঠিক কারণ জানানো সম্ভব হয়নি।

সাতক্ষীরা সদর থানার ডিউটি অফিসার এসআই মেহেদি বিষয়টি নিশ্চিত করে জানান, সোহাগ আলী খুলনা রোড মোড় এলাকায় বিদ্যুতায়িত হন। প্রথমে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে ঢাকার জাতীয় বার্ণ ইউনিটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন