সর্বশেষ

সারাদেশ

ডাকাতির ফোন বেচে গাঁজা ক্রয়, বিক্রেতার সূত্র ধরেই মিলেছে চক্রের সন্ধান 

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল প্রতিনিধি

রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ১২:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে একটি বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় মাদকাসক্ত ব্যক্তিরা জড়িত বলে জানিয়েছে পুলিশ।

বাসটি থেকে লুট করা একটি মুঠোফোনের বদলে তারা মাদকসামগ্রী হিসেবে গাঁজা নিয়েছিল। এরপর গাঁজা বিক্রেতার সূত্র ধরেই পুলিশ ডাকাত চক্রের সদস্যদের সন্ধান পায়। পুলিশ অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে।


পুলিশ কর্মকর্তাদের মতে, ডাকাতি ঘটনার সঙ্গে জড়িতরা সবাই মাদকাসক্ত। নেশার টাকার জন্য তারা সাভার ও আশুলিয়া এলাকায় ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধ করে থাকে।

ঘটনাটি ঘটে গত সোমবার মধ্যরাতে, যখন ইউনিক রোড রয়েলস (আমরি ট্রাভেলস) বাসটি ঢাকা গাবতলী থেকে রাত ১১টায় ছেড়ে যায়। রাত ১২টা ৩০ মিনিটে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে বাসটি নিয়ন্ত্রণে নেয় ডাকাতেরা। তিন ঘণ্টা ধরে তারা বাসটি বিভিন্ন স্থানে ঘুরিয়ে যাত্রীদের টাকা, মালামাল লুট করে এবং নারী যাত্রীদের শ্লীলতাহানি ঘটায়। তিন দিন পর, গত বৃহস্পতিবার রাতে, এক যাত্রী ওমর আলী মির্জাপুর থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা, জেলা গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) উপপরিদর্শক মো. আহসানুজ্জামান জানান, তিনি তথ্যপ্রযুক্তির মাধ্যমে বিষয়টি অনুসন্ধান শুরু করেন এবং জানেন যে ডাকাতির সঙ্গে সাভার ও আশুলিয়া এলাকার মাদকাসক্ত যুবকেরা জড়িত। তাদের পরিচয় মিললে তিনি এক মাদক কারবারিকে আটক করে। সেই মাদক কারবারি জানিয়েছিলেন, কিছুদিন আগে কয়েকজন যুবক তার কাছে গাঁজা কিনেছিলেন। এরপর পুলিশ ওই যুবকদের ধরতে অভিযান চালায় এবং সাভারের গেন্ডা এলাকা থেকে তিন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন শহিদুল ইসলাম, মো. সবুজ ও শরীফুজ্জামান। শহিদুল ইসলামের নামে আগে দুটি ডাকাতি ও তিনটি মাদক মামলা রয়েছে। তাদের মধ্যে শহিদুলকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

তদন্তে জানা গেছে, এই ঘটনায় নারীরা ধর্ষণের শিকার হয়নি, তবে শ্লীলতাহানি ঘটেছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন