সর্বশেষ

আইন-আদালত

এস আলমের ৮ হাজার কোটি টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকার আদালত এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ৮ হাজার ১৩৩ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদন পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ এই আদেশ দেন।

এটি সাইফুল আলম এবং তার সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা শেয়ার অবরুদ্ধ করার ক্ষেত্রে তৃতীয় দফার আদেশ। এর আগে আদালত সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ১৬ হাজার কোটি টাকার শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছিল।

দুদক জানায়, এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম এবং তার পরিবারসহ ২২৭টি প্রতিষ্ঠান বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে তা আত্মসাৎ করেছে এবং অবৈধভাবে ওই অর্থ স্থানান্তরের চেষ্টা করছে। যদি তারা এই অর্থ স্থানান্তরিত করতে সক্ষম হয়, তবে এর পুনরুদ্ধার অত্যন্ত কঠিন হবে।

এর আগে ১২ ফেব্রুয়ারি এস আলম গ্রুপের মালিকানাধীন ৪২টি কোম্পানির ৪৩৭ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার এবং ১৬ জানুয়ারি ২৪টি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়। এসব শেয়ারের মোট মূল্য ছিল ৫ হাজার ১০৯ কোটি টাকা এবং ৩ হাজার কোটি টাকা।

এছাড়া, ১৪ জানুয়ারি আদালত এস আলম গ্রুপের সদস্যদের রাজধানীর বিভিন্ন এলাকায় থাকা ২০০ কোটি টাকার স্থাবর সম্পদ এবং ৬৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করারও আদেশ দেয়।

দুদক সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, সাইপ্রাসসহ বিভিন্ন দেশে ১ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ তদন্ত করছে। ৭ অক্টোবর আদালত সাইফুল আলম, তার স্ত্রী, সন্তান এবং ভাইসহ ১৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন