সর্বশেষ

জাতীয়

ইলন মাস্ককে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়ে ড. ইউনূসের আমন্ত্রণপত্র

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ সফরের জন্য শীর্ষ মার্কিন ব্যবসায়ী এবং স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ককে আমন্ত্রণ জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন দেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

চিঠিটি ১৯ ফেব্রুয়ারি পাঠানো হয়, যেখানে ড. ইউনূস ইলন মাস্ককে আগামী ৯০ কার্যদিবসের মধ্যে বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট সেবা চালু করার জন্য আমন্ত্রণ জানান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা যায়, ১৩ ফেব্রুয়ারি ইলন মাস্কের সঙ্গে একটি ভিডিও কলে দীর্ঘ আলোচনা করেন ড. ইউনূস। ওই আলোচনা ছিল ভবিষ্যত সহযোগিতার বিষয়ে এবং বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করার লক্ষ্যে অগ্রগতির পরিকল্পনা নিয়ে।

চিঠিতে ড. ইউনূস উল্লেখ করেছেন, বাংলাদেশ সফরে ইলন মাস্ক দেশের তরুণ-তরুণীদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন, যারা প্রযুক্তির এই অত্যাধুনিক সেবার মূল সুবিধাভোগী হতে যাচ্ছে। চিঠিতে আরও বলা হয়, স্টারলিংক সেবা চালু হলে তা বাংলাদেশের গ্রামীণ এলাকায়, ঝুঁকিপূর্ণ নারী সমাজ এবং সুবিধাবঞ্চিত জনগণের জন্য বিশেষ প্রভাব ফেলবে।

প্রেস উইং জানায়, ড. ইউনূস তার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানকে নির্দেশ দিয়েছেন, যেন স্পেসএক্স টিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে পরবর্তী ৯০ কার্যদিবসের মধ্যে এই সেবা চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন