সর্বশেষ

সারাদেশ

যশোরে ১ কোটি ৫৭ লাখ টাকার রুপার অলংকার জব্দ, আটক ২

শেখ ফারহান সাদাফ, বেনাপোল
শেখ ফারহান সাদাফ, বেনাপোল

শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ১:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি কর্তৃক গত ২২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে নাভারন মোড় এলাকা থেকে ভারতীয় রুপার বিপুল পরিমাণ অলংকার উদ্ধার করা হয়েছে।

এ সময় দুই পাচারকারী, শার্শা থানার বাসিন্দা মোঃ জাহাঙ্গীর কবির লিটু (৪৮) এবং মোঃ মেহেদী হাসান (২৫) আটক হন।

 

উদ্ধারকৃত অলংকারের মূল্য আনুমানিক ১,৫৭,২১,৫০০ টাকা (এক কোটি সাতান্ন লাখ একুশ হাজার পাঁচশত) এবং মোট পরিমাণ ৭০ কেজি ৫০০ গ্রাম।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী ও উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিম জানান, সীমান্ত এলাকায় বিশেষ গোয়েন্দা তৎপরতা এবং অভিযান চালানোর ফলে এই সফল উদ্ধারকর্মটি হয়েছে। তারা আরো জানান, বিজিবি দীর্ঘদিন ধরে স্বর্ণ, রুপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানমূলক পণ্য আটক করতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে।



গোপন তথ্যের ভিত্তিতে, বিজিবি’র একটি বিশেষ টহলদল সাতক্ষীরা থেকে ঢাকাগামী হামদান পরিবহন (যশোর-ব-১১-০২৬৬) বাসটি তল্লাশি করে। তল্লাশি চালিয়ে স্কচটেপে মোড়ানো ৭১টি প্যাকেট উদ্ধার করা হয়, যেগুলোর মধ্যে ভারতীয় রুপার অলংকার ছিল। আটক আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তারা এই অলংকারগুলি ভারত থেকে বাংলাদেশে পাচার করে নিয়ে এসেছিল।

আটককৃত আসামীদের বিরুদ্ধে শার্শা থানায় মামলা দায়ের করা হয়েছে এবং অলংকারগুলো যশোর ট্রেজারী অফিসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন