সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে ৬২ কেজি হরিণের মাংস জব্দ

শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ১:৪৪ অপরাহ্ন
শেয়ার করুন:
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বনবিভাগ সদস্যরা সম্প্রতি ৬২ কেজি হরিণের মাংস উদ্ধার করেছেন।
এ সময় তারা একটি নৌকা ও চোরাশিকারীদের ফেলে যাওয়া অন্যান্য মালামালও জব্দ করেন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোর রাত আড়াইটার দিকে সুন্দরবনের সংলগ্ন কপোতক্ষ নদী থেকে এই মাংস ও মালামাল উদ্ধার করা হয়।
বনবিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোবাতক বনস্টেশন অফিসার (এসও) আনোয়ার হোসেনের নেতৃত্বে বনবিভাগ এবং কোস্টগার্ডের দুটি টহল দল যৌথভাবে কপোতক্ষ নদীতে অভিযান পরিচালনা করেন। এই সময়ে চোরাশিকারীরা বনবিভাগ ও কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে তাদের নৌকা ফেলে জঙ্গলে পালিয়ে যায়। পরে ওই নৌকা থেকে ৬২ কেজি হরিণের মাংস এবং শিকারের অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মোঃ মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চোরাশিকারীরা সুন্দরবনের গভীর অঞ্চল থেকে হরিণ শিকার করে মাংস নিয়ে লোকালয়ে আসছিল, তখনই বনবিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে তাদের নৌকা থেকে ৬২ কেজি হরিণের মাংস ও অন্যান্য মালামাল জব্দ করা হয়।
দুঃখজনকভাবে, চোরাশিকারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে, সুন্দরবনে হরিণ শিকার রোধে বনবিভাগের টহল কার্যক্রম আরও কঠোরভাবে পরিচালনা করা হচ্ছে।
১২৩ বার পড়া হয়েছে