সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরা জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীকে কুষ্টিয়ায় বদলি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আলোচিত নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলামকে কুষ্টিয়া জেলায় বদলি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে গত ১৭ ফেব্রুয়ারী স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব আশফিকুন নাহার স্বাক্ষরিত স্মারক নং ৪৬.০০.০০০০.০৮৩.১৯.০০১.২২-১০৩ এর মাধ্যমে তার বদলির নির্দেশনা দেয়া হয়।

এ বিষয়ে জানা যায়, নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলামের বিরুদ্ধে সাতক্ষীরায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রায় দুই শত কোটি টাকার টেন্ডার নয়ছয়ের অভিযোগ সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় ঠিকাদার ও এলাকাবাসী একাধিক অভিযোগ করেছেন স্থানীয় সরকার বিভাগের উপদেষ্টা ও সচিবসহ সংশ্লিষ্ট দফতরে। অভিযোগের মধ্যে টেন্ডারবাজি ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে, যার মধ্যে যশোরের নিউ মার্কেট এলাকায় পাঁচতলা বাড়ি, একাধিক প্লট ও কয়েক বিঘা জমির মালিকানা রয়েছে। এছাড়া, গোপালগঞ্জ জেলার কাশিয়ানীসহ বিভিন্ন স্থানে নামেমতো জমি ও সম্পত্তির মালিকানা রয়েছে বলেও অভিযোগ রয়েছে।

একইসাথে, তার বিরুদ্ধে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়ার জন্য ভুয়া সার্টিফিকেট ব্যবহারের অভিযোগও রয়েছে, যা বিভিন্ন পত্রিকা ও সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে এবং একটি বেসরকারি টিভি চ্যানেলে এ নিয়ে সংবাদ প্রচারিত হয়েছে।

বদলির বিষয়ে মন্তব্য জানতে নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলামের ব্যবহৃত মোবাইল ফোনে ফোন করলেও তিনি তা রিসিভ করেননি।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন