সর্বশেষ

সারাদেশ

ধামরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি অবাঞ্ছিত ঘোষণা, বিক্ষোভ মিছিল 

মোঃ রাসেল হোসেন, ধামরাই 
মোঃ রাসেল হোসেন, ধামরাই 

শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ৯:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ধামরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্য ঘোষিত কমিটির বিরুদ্ধে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী।

তারা মূখ্য সংগঠক ও যুগ্ম সদস্য সচিবসহ পদত্যাগ করেছেন এবং কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। তাদের অভিযোগ, কমিটিতে ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসন করা হয়েছে।

শুক্রবার দুপুরে ধামরাই উপজেলা পরিষদ চত্বরে এক বিক্ষোভ মিছিলের পর সমাবেশে এই পদত্যাগের ঘোষণা আসে। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মী যোগ দেন।

পদত্যাগী নেতারা বলেন, ১৯ ফেব্রুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ধামরাই উপজেলা কমিটি গঠন করে। নতুন আহ্বায়ক উজ্জ্বল হোসেন, যিনি নিজে ছাত্রলীগের সঙ্গে সম্পর্কিত এবং তার পরিবারও আওয়ামী লীগের সাথে জড়িত। তাছাড়া, কমিটিতে বেশ কিছু বিতর্কিত ব্যক্তিকে স্থান দেওয়া হয়েছে। এর ফলে, তারা দাবি করেছেন যে, এই কমিটি বাতিল করে পুনর্গঠন করা হোক। অন্যথায় তারা কঠোর প্রতিবাদ করার হুমকি দিয়েছেন।

কমিটি ঘোষণার পর থেকেই এ নিয়ে প্রতিবাদ জানিয়ে ফেসবুকে নিন্দা জানানো হয় এবং অনেকেই পদত্যাগের সিদ্ধান্ত নেন।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন