সর্বশেষ

আন্তর্জাতিক

ব্রাজিলে বাস দুর্ঘটনায় একই বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী নিহত 

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ৫:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ব্রাজিলের দক্ষিণপূর্বাঞ্চলে একটি হাইওয়েতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে যাওয়া একটি বাস ট্রাকের সঙ্গে সংঘর্ষে পড়েছে। এতে কমপক্ষে ১২ জন নিহত এবং ২১ জন আহত হয়েছেন।

ব্রাজিলের কর্তৃপক্ষ শুক্রবার এই তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে, নুপোরাঙ্গা শহরের কাছে একটি হাইওয়েতে। ট্রাকের চালকও আহত হয়েছেন, তবে তিনি ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন। তাকে আটক করা হয়েছে এবং বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।

পরে ওই চালককে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করার জন্য অভিযুক্ত করা হয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, নিহতরা সবাই ইউনিভার্সিটি অব ফ্রাঙ্কার শিক্ষার্থী। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় টেলিভিশনের ফুটেজে দেখা যায়, ট্রাকের সঙ্গে সংঘর্ষের ফলে বাসের একাংশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সাও পাওলো রাজ্যের গভর্নর তারসিসিও দুর্ঘটনার পর তিন দিনের শোক ঘোষণা করেছেন।

ব্রাজিলের যোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় ব্রাজিলে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু ঘটেছে।

১৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন