সর্বশেষ

সারাদেশ

বান্দরবানে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ৪:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে বান্দরবানের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হন।

রাত ১২টা ০১ মিনিটে শহীদ মিনারে প্রথম ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওসার, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই, বিএনপির অঙ্গ সংগঠন সাচিং প্রু জেরী, এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামালসহ আরও অনেকে। সেই সাথে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা, সংগঠন এবং সাধারণ জনগণ শহীদ মিনারের দিকে এগিয়ে এসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।


এ সময় শহীদদের স্মরণে সবার কণ্ঠে প্রতিধ্বনিত হয় “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।” সকাল বেলার সূর্য ওঠার সাথে সাথেই প্রভাত ফেরির আয়োজন করা হয়। প্রভাত ফেরির র‌্যালিতে বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীরা অংশ নিয়ে বান্দরবানের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুল দিয়ে তাঁদের স্মরণ করেন।


এছাড়া, মহান ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে নানা ধরনের কার্যক্রম অনুষ্ঠিত হয়, যার মধ্যে ছিল সুন্দর হাতে লেখা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা।

২০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন