সর্বশেষ

সারাদেশ

সীতাকুণ্ডে মহাসড়কে যাত্রীদের পাল্টাপাল্টি হামলা, বাস ভাঙচুর

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ৮:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সীতাকুণ্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও মাইক্রোবাস যাত্রীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় একটি বাস এবং দুটি মাইক্রোবাসে ব্যাপক ভাঙচুর হয়েছে।

শুক্রবার সকালে সাড়ে ৭টার দিকে সীতাকুণ্ডের সুলতানা মন্দির এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি বাস এবং একটি মাইক্রোবাস জব্দ করেছে, কিন্তু অপর মাইক্রোবাসটি পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যামলী পরিবহনের একটি বাস দ্রুতগতিতে চলছিল এবং সাইড দিতে গিয়ে একটি মাইক্রোবাসকে সামনে চলে আসতে বাধ্য করে। এর ফলে মাইক্রোবাসটি সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। এতে মাইক্রোবাসের যাত্রীরা বাসটিতে লাঠিসোঁটা দিয়ে হামলা চালায়। পরে আরও একটি মাইক্রোবাসের যাত্রীরা যোগ দেয়। প্রতিক্রিয়া হিসেবে বাসের যাত্রীরা গাড়ি থেকে নেমে দুটি মাইক্রোবাসে ভাঙচুর চালান।

কালো মাইক্রোবাসে থাকা এক তরুণ দাবি করেন, তারা বাসটি ভাঙচুর করেনি, বরং সাদা মাইক্রোবাসটির যাত্রীরা এ ঘটনায় মূলত জড়িত।

বার আউলিয়া হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল বাতেন জানান, ওভারটেকিংয়ের কারণে এই ঘটনা ঘটেছে, এবং দুই গাড়ির যাত্রীরা একে অপরকে পাল্টাপাল্টি ভাঙচুর করেছে।

১৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন