সর্বশেষ

আন্তর্জাতিক

ভারতসহ ৫ দেশের ওপর ১৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ৮:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিকস সদস্যভুক্ত চারটি দেশ— ভারত, চীন, রাশিয়া, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকার ওপর ১৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।

তিনি এই হুমকি ২০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, ওয়াশিংটনে রিপাবলিকান গভর্নরস এসোসিয়েশনের একটি সমাবেশে প্রদান করেন।

ট্রাম্প তার বক্তব্যে বলেন, ব্রিকস জোট মার্কিন অর্থনীতির ক্ষতি করার চেষ্টা করেছিলো এবং এই জোটের উদ্যোগে নতুন মুদ্রা চালুর পরিকল্পনা নেয়া হয়েছিল, যা ডলারকে ধ্বংস করার একটি প্রচেষ্টা ছিল। তিনি আরও বলেন, যদি মার্কিন মুদ্রাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়, তবে ব্রিকস সদস্য দেশগুলোর ওপর ১৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

ব্রিকস সদস্য দেশগুলোর মধ্যে ভারত, চীন, রাশিয়া, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ছাড়াও মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরাত অন্তর্ভুক্ত রয়েছে।

এটি উল্লেখযোগ্য যে, গত কয়েক দশক ধরে আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের আধিপত্য ছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে ইউরো ও ইয়েনের ব্যবহার কিছুটা বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, যদি ব্রিকস দেশগুলো নিজেদের মধ্যে নতুন মুদ্রা চালু করে, তাহলে তা ডলারের মান কমিয়ে দিতে পারে, যা ট্রাম্পের চিন্তার কারণ হতে পারে।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন