সর্বশেষ

সারাদেশ

ধামরাইয়ে ১০ ইটভাটাকে ৩৮ লাখ টাকা জরিমানা

মোঃ রাসেল হোসেন, ধামরাই
মোঃ রাসেল হোসেন, ধামরাই

বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ২:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকার ধামরাই উপজেলায় পরিবেশ অধিদপ্তর অবৈধভাবে গড়ে ওঠা ১০টি ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে এবং ৩৮ লাখ টাকা জরিমানা ধার্য করে ভাটাগুলোর কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে।

এ সময় তিনটি ইটভাটার চিমনি ধ্বংস করা হয়।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ঢাকা জেলা ও সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে ধামরাই উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান উল ইসলাম।

এ সময় মা স্টার ব্রিকস, মা ব্রিকস, পিওর ব্রিকস, জয় বাংলা ব্রিকস, মোহাম্মদ আলী ব্রিকস, আইএনসি ব্রিকস, আরএসবি ব্রিকস, জেএনবি ব্রিকস, এটিসি ১ এবং এটিসি ২ ব্রিকসকে যথাক্রমে ৫ লাখ, ৫ লাখ, ৫ লাখ, ৫ লাখ, ৩ লাখ, ৩ লাখ, ৩ লাখ, ৩ লাখ, ৩ লাখ ও ৩ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে মা স্টার ব্রিকস, জেএনবি ব্রিকস, এটিসি ১ এবং এটিসি ২ এর চিমনি আংশিকভাবে ভেঙে চুল্লির আগুন নিভিয়ে দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নে ১০টি অবৈধ ইটভাটা পরিদর্শন এবং অভিযান পরিচালনা করা হয়েছে। এসব ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বাতিল করা হয়েছে, যেগুলো জিগজ্যাগ চিমনি ব্যবহার করছে না, নির্দেশিত আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে না এবং অন্যান্য অসঙ্গতি রয়েছে। এসব ইটভাটার কার্যক্রম বন্ধ করে জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

১৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন