সর্বশেষ

সারাদেশ

পাবনায় নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শ্রমিক লীগ নেতার

এম এস রহমান, পাবনা
এম এস রহমান, পাবনা

বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ২:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেও শেষ পর্যন্ত গ্রেফতার থেকে বাঁচতে পারেননি ইউনিয়ন শ্রমিক লীগ নেতা নায়েব আলী (৪৮)।

পুলিশ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের বিশ্বনাথপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত নায়েব আলী নিমাইচড়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন শ্রমিক লীগের সহ-সভাপতি। তিনি নিমাইচড়া গ্রামের নজের আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নায়েব আলী দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন এবং গ্রেফতার এড়াতে নানা চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার দুপুরে বিশ্বনাথপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে যায়। পুলিশকে দেখেই নায়েব আলী গুমানী নদীতে ঝাঁপ দেন। তবে নদীর মাঝখান থেকে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তিনি চাটমোহর থানায় দায়েরকৃত বিস্ফোরক মামলার অন্যতম আসামী।

হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই তাহের আলী জানান, “আমরা গিয়ে নায়েব আলীকে নদীতে মাঝখানে দেখতে পাই এবং সেখান থেকেই তাকে গ্রেফতার করি।” পরে তাকে চাটমোহর থানায় হস্তান্তর করা হয়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, “বেশ কিছুদিন ধরে নায়েব আলী আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের সহায়তায় চাটমোহর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।”

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন