সর্বশেষ

সারাদেশ

৯ মামলার আসামি আশরাফুলের হাতের কব্জি বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা

এম এস রহমান, পাবনা
এম এস রহমান, পাবনা

বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ২:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার সাঁথিয়ায় পূর্ব শত্রুতার কারণে এক যুবকের দুই হাতের কব্জি কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সাঁথিয়া পৌরসভার টেলিফোন এক্সচেঞ্জ অফিসের পিছনে এই ঘটনা ঘটে।

আহত যুবক আশরাফুল ইসলাম (৩২), সাঁথিয়া কলেজপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে। তার বিরুদ্ধে থানায় চুরি, ডাকাতি, মারামারিসহ মোট নয়টি মামলা রয়েছে।

এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, দুপুরের দিকে টেলিফোন এক্সচেঞ্জ অফিসের পাশে দাঁড়িয়ে ছিলেন আশরাফুল। তখন কিছু দুর্বৃত্ত তাকে জোর করে তুলে নিয়ে টেলিফোন অফিসের পিছনে নিয়ে যায় এবং কুপিয়ে তার দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে পালিয়ে যায়। আশপাশের লোকজন চিৎকার শুনে তাকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ওসি সাইদুর রহমান আরও জানান, আশরাফুল বিরুদ্ধে ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে থানায় বিভিন্ন মামলা রয়েছে। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং এখনো কেটে ফেলা কবজির সন্ধান পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার কারণ সম্পর্কে আহত আশরাফুল জানান, গত উপজেলা নির্বাচনের সময় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ারকে মারধর করেছিলেন তিনি। এর ফলে সাবেক ভাইস চেয়ারম্যান শামসুল আলম স্বপনের সাথে তার শত্রুতা তৈরি হয়। আশরাফুলের অভিযোগ, এই শত্রুতার জেরেই সাবেক ভাইস চেয়ারম্যান স্বপনের নেতৃত্বে কয়েকজন দুর্বৃত্ত তার দুই হাতের কব্জি কেটে দিয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

এই ঘটনায় অভিযুক্ত সাবেক ভাইস চেয়ারম্যান শামসুল আলম স্বপন এর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

১৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন