সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১২  

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ২:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরায় ঢাকা থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে হেলপার শাহাদাত হোসেনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১২ যাত্রী। 

বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে সাতক্ষীরা শহরের সার্কিট হাউজ মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে সাতক্ষীরা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হেলপার শাহাদাত হোসেনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে যশোরে পৌঁছালে দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। শাহাদাত হোসেন কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার শফিকুল ইসলামের ছেলে ছিলেন।

আহতদের মধ্যে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মাজাট গ্রামের আলমগীর হোসেন, জয়নগর গ্রামের আব্দুর রউফ, দেবহাটা উপজেলার রামনাথপুর গ্রামের তপন ঘোষ, কালিগঞ্জ উপজেলার বাজারগ্রাম রহিমপুর গ্রামের রুহুল আমিন, নীলকণ্ঠপুর গ্রামের শাহীনুর রহমান এবং চায়না ও আব্দুল্লাহ নামে দুজনের নাম জানা গেছে। আরও পাঁচজনের নাম ও পরিচয় জানা যায়নি।


আহতদের মধ্যে পাঁচজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে, দুইজনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পাঁচজনকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আহত তপন কুমার ঘোষ জানান, তিনি ঢাকার যমুনা পার্কে ভারতীয় মেডিকেল ভিসার জন্য গিয়েছিলেন এবং রাতে নাভারণগামী পরিবহনে যশোরের চাঁচড়ায় নামেন। এরপর তিনি সাতক্ষীরাগামী দিগন্ত পরিবহনে উঠেন। ঘুমের কারণে পরিবহনটি নিয়মিত ব্রেক করছিল। ভোর সাড়ে চারটার দিকে তারা সাতক্ষীরা শহরের সার্কিট হাউজ মোড়ে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা মারেন, যার ফলে ওই গাছটি বাসের সামনে গিয়ে ঢুকে পড়ে। এতে অন্তত ১৩ জন যাত্রী আহত হন। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দিলে তারা এসে আহতদের উদ্ধার করেন এবং হাসপাতালে পাঠান।


এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, এই দুর্ঘটনায় পরিবহনের হেলপার শাহাদাত হোসেন যশোরে মারা গেছেন।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন