সর্বশেষ

সারাদেশ

যাকাতের মাধ্যমে স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখছেন পাবনার চিকিৎসকরা

 এম এস রহমান, পাবনা
এম এস রহমান, পাবনা

বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ১:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার অনেক চিকিৎসক দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসায় যাকাত দিয়ে সহযোগিতা করে আসছেন।

তারা স্বাস্থ্যসেবায় যাকাত প্রকল্পের মাধ্যমে অসংখ্য দরিদ্র ও চিকিৎসাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে, তাদের স্বাস্থ্য সেবার সুবিধা প্রদান করছেন। এই প্রকল্পটি গত বছর শুরু হলেও এবছর আরও বেশি মানুষকে স্বাস্থ্যসেবায় যাকাতের সহযোগিতা দিতে চান চিকিৎসকরা।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় পাবনা জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে 'যাকাত দিয়ে দরিদ্রতা বিমোচন' শীর্ষক একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। এই সভায় বক্তব্য দেন স্বাস্থ্যসেবায় যাকাত প্রকল্প পাবনার সভাপতি অধ্যাপক ডা. মো. ওমর আলী এবং সম্মানিত অতিথি হিসেবে সাবেক পাবনা কলেজ অধ্যক্ষ আলহাজ মো. মাহাতাব উদ্দিন বিশ্বাস।

অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন স্বাস্থ্যসেবায় যাকাত প্রকল্প পাবনার সহ-সভাপতি ডা. ইফতেখার মাহমুদ, পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান, পাবনা আলিয়া মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুস সোবহান, ডা. সালেহ মুহাম্মাদ আলী, ডা. আইনুল হক, ডা. শাহরিয়ার কবির, ডা. নার্গিস সুলতানা। সভার সঞ্চালনায় ছিলেন আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. জাহিদুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, গত বছর স্বাস্থ্যসেবায় যাকাত প্রকল্পের মাধ্যমে ২ লাখ ৩০ হাজার টাকা সংগ্রহ করা হয়েছিল। এর মধ্য থেকে ২৪ জন হতদরিদ্র রোগীকে অপারেশন ও চিকিৎসা সহায়তা প্রদান করা সম্ভব হয়েছিল। তাদের বক্তব্য ছিল, যদি আরও চিকিৎসকরা যাকাতের অর্থ দিয়ে এ উদ্যোগে সহযোগিতা করেন, তাহলে দেশের স্বাস্থ্যখাতে আরও বড় ভূমিকা রাখা সম্ভব হবে।

অধ্যাপক ডা. মো. ওমর আলী বলেন, সমাজে এমন অনেক গরীব মানুষ আছেন যারা চিকিৎসার অভাবে কষ্ট পাচ্ছেন। অনেকেই টাকা না পাওয়ার কারণে চিকিৎসা করাতে পারছেন না। এই পরিস্থিতিতে যাকাতের অর্থ সংগ্রহ করে অসহায় মানুষদের চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। তিনি সকল চিকিৎসকদের কাছে এই উদ্যোগে সহযোগিতার আহ্বান জানান।

এদিকে, সাবেক অধ্যক্ষ আলহাজ মো. মাহাতাব উদ্দিন বিশ্বাস এই উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন, যে চিকিৎসকরা এই প্রকল্পটি বাস্তবায়ন করছেন, তাদের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তিনি নিজেও তার সাধ্যমতো যাকাতের অর্থ দিয়ে সহযোগিতা করবেন বলে জানান।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন