আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি: ভারতকে ২২৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ১:৩৮ অপরাহ্ন
শেয়ার করুন:
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে ২২৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ।
তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিকের দৃঢ় পারফরম্যান্সের মাধ্যমে টাইগাররা এই সংগ্রহ গড়তে সক্ষম হয়। ওয়ানডে ক্রিকেটে প্রথমবারের মতো তাওহীদ হৃদয় তিন অঙ্কের রানে পৌঁছান।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরুতে মন্হর গতির ব্যাটিংয়ের পর বাংলাদেশ কিছুটা বিপর্যয়ে পড়ে, কিন্তু তারা অবশেষে ঘুরে দাঁড়িয়ে বড় সংগ্রহ তৈরি করে। টস জিতে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপদে পড়ে। দলের স্কোর ছিল ২ রান, তখনই সৌম্য সরকার ও অধিনায়ক নাজমুল হাসান শান্ত রানের খাতা না খুলেই ফিরে যান।
এরপর মেহেদী হাসান মিরাজ (৫), তানজিদ হাসান (২৫) ও মুশফিকুর রহিম (০) আউট হলে স্কোর দাঁড়ায় ৩৫ রানে, ৫ উইকেটে। তবে তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিক একে অপরের সঙ্গে দারুণ এক জুটি গড়ে বাংলাদেশের ইনিংস পুনরুজ্জীবিত করেন। তাদের মধ্যে ১৫৪ রানের একটি দুর্দান্ত পার্টনারশিপ হয়।
ব্যক্তিগত ৬৮ রানে জাকের আলী সাজঘরে ফিরলেও তাওহীদ হৃদয় একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান। বাকিদের মধ্যে রিশাদ হোসেন ১৮ রান করেন। শেষ পর্যন্ত ৪৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংস ২২৮ রানে থেমে যায়। ভারতের পক্ষে মোহাম্মদ শামি একাই ৫টি উইকেট নেন। এছাড়া হর্ষিত রানা ও অক্ষর প্যাটেল যথাক্রমে ৩টি ও ২টি উইকেট শিকার করেন।
১৫৯ বার পড়া হয়েছে