সর্বশেষ

রাজনীতি

স্বেচ্ছায় গ্রেফতার হতে আদালতে যাওয়ার ঘোষণা জামায়াত আমিরের

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ১:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান ২৫ ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গণে নিজে গ্রেফতার হতে যাবেন। জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

আজ বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে তিনি এ তথ্য প্রকাশ করেন।

তাঁর পোস্টে তিনি লিখেছেন, “আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ফ্যাসিবাদের অত্যাচারের শিকার মজলুম জননেতা এ টি এম আজহারুল ইসলাম এখনো কারাগারে আছেন। যখন দেশের অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ মুক্তি পেয়েছেন, তখন তিনি বৈষম্য এবং অন্যায় নির্যাতনের শিকার হয়ে বন্দি জীবন যাপন করছেন।"

জামায়াত আমির আরও বলেন, “এ টি এম আজহারুল ইসলামকে কারাগারে রাখা এবং বাইরে অবস্থান করা আমার পক্ষে আর সম্ভব নয়। আমরা সরকারকে পর্যাপ্ত সময় দিয়েছি, তবে এই জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে এবং এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আমি নিজে ২৫ ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গণে হাজির হয়ে গ্রেফতার হব।"

তিনি আরও উল্লেখ করেন, “আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা করবে। সঠিক সময়ে আমাকে সেখানে পাবেন, ইনশাআল্লাহ।”

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন