সর্বশেষ

জাতীয়

বিতর্কিত ৩টি নির্বাচনে দায়িত্বে থাকা ২২ ডিসিকে বাধ্যতামূলক অবসর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ১২:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, গত তিনটি বিতর্কিত সংসদ নির্বাচন (২০১৪, ২০১৮ ও ২০২৪) পরিচালনা করা ২২ জেলা প্রশাসককে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বৃহস্পতিবার সাংবাদিকদের এ বিষয়ে জানান।

সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, '২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে। কেউ এগুলোকে বিতর্কিত বা অগ্রহণযোগ্য বলছে, আবার কেউ দিনেও ভোট রাতে নেওয়ার কথা বলছেন। এই নির্বাচনগুলোর সময়ে রিটার্নিং কর্মকর্তাদের সহায়তায় নির্বাচন সম্পন্ন করা হয়। আওয়ামী লীগের তিন মেয়াদী সরকারই এই পরিস্থিতির জন্য দায়ী, কারণ তারা নির্বাচনী প্রক্রিয়ায় নেতিবাচক ভূমিকা রেখেছে। কোনো ডিসি এ সময়ে প্রতিবাদ করেননি বা নির্বাচন পরিচালনায় সরে যাননি।'

সিনিয়র সচিব আরো জানান, 'আমরা ইতোমধ্যে ৪৩ জন ডিসিকে ওএসডি করেছি, যারা চাকরিতে ২৫ বছরের কম অভিজ্ঞতা অর্জন করেছেন। আর যারা ২৫ বছর বা তার বেশি সময় চাকরি করেছেন, তাদের বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'বর্তমানে, ২২ জন জেলা প্রশাসক যাঁরা বর্তমানে সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন, তাদেরও বাধ্যতামূলক অবসর নেওয়ার নির্দেশনা জারি করা হয়েছে।'

গত বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে দিনের ভোট আগেই রাতে গ্রহণ করা ৩৩ জন জেলা প্রশাসককে (ডিসি) ওএসডি করার নির্দেশ দেওয়া হয়। তারা বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

১৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন