পুনর্বহাল ও হামলার প্রতিবাদে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে শ্রমিক অবরোধ

বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ১:৪৪ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করে ইউরোটেক্স নিটওয়্যার গার্মেন্টস শ্রমিকরা ছাঁটাইকৃতদের পুনর্বহাল ও হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন। এতে সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত লামাপাড়া এলাকায় শতাধিক শ্রমিক সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।
শ্রমিকদের অভিযোগ, ১৮ ফেব্রুয়ারি কারখানার ৯৫ জন শ্রমিককে কোন সঠিক কারণ ছাড়াই চাকরিচ্যুত করা হয়েছে এবং তাদের বেতনও দেওয়া হয়নি। পরদিন সকালে কারখানায় প্রবেশের সময় শ্রমিকদের ওপর হামলা চালানো হয়, যার ফলে কয়েকজন শ্রমিক আহত হন। এর আগেও মিথ্যা মামলা দিয়ে শ্রমিকদের হেনস্থা করা হয়েছে। তারা এখন চাকরিতে পুনর্বহালের পাশাপাশি হামলার ঘটনায় যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানান।
অবরোধের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়, যার ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
এদিকে, রপ্তানিমুখী ইউরোটেক্স নিটওয়্যার লিমিটেড পোশাক কারখানায় প্রায় ৩,৭০০ শ্রমিক কাজ করছেন। সম্প্রতি এক মাসের বকেয়া বেতন ও অন্যান্য দাবিতে শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ করেছিলেন। এই আন্দোলনকে কেন্দ্র করে কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে এবং এরপর শ্রমিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। কারখানার কর্মকর্তার করা ওই মামলার বিরুদ্ধে শ্রমিকরা আন্দোলন করে আসছেন।
১৭৫ বার পড়া হয়েছে