সর্বশেষ

জাতীয়

উত্তরায় হামলার শিকার সেই ‘দম্পতি’ স্বামী-স্ত্রী নন, জানালেন প্রকৃত স্ত্রী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ১:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর উত্তরায় এক দম্পতির ওপর দুটি ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়। দুজনই বাঁচার জন্য চিৎকার করতে থাকে। সম্প্রতি এই ঘটনা একটি ভিডিওর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার শিকার ব্যক্তি ও তার স্ত্রী। একটি বেপরোয়া গতির মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়, যার প্রতিবাদ জানান স্বামী-স্ত্রী। এরপরে মোটরসাইকেলের দুই আরোহী ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়।

তবে, হামলার শিকার ওই পুরুষ ও নারী যে স্বামী-স্ত্রী নন, এমন দাবি করেছেন অপর এক নারী। ১৯ ফেব্রুয়ারি দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, “উত্তরায় হামলার শিকার ব্যক্তি আমার স্বামী। পাশে থাকা ওই নারীকে আমি চিনি না, তবে কিছুদিন ধরে বুঝতে পারছি আমার স্বামী অন্য একজনের সঙ্গে যোগাযোগ করছেন।”

হামলাকারীদের পরিচয় জানতে চাইলে তিনি বলেন, “হামলাকারী কারা তা আমি জানি না, কারণ আমি সেখানে ছিলাম না। আমার স্বামীও কখনো তার কোনো বিরোধ বা সমস্যার কথা আমার সঙ্গে শেয়ার করতেন না।”

এছাড়া, ওই নারী দাবি করেন, তার স্বামীর সঙ্গে অন্য কোনো বিয়ের ঘটনা ঘটেনি, তবে তিনি গোপনে ওই নারীর সঙ্গে যোগাযোগ করতেন। হামলার পর ওই নারী এবং তার স্বামী নিজেদের স্বামী-স্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। যখন তিনি এই ভিডিওটি ফেসবুকে দেখেন, তখন তাকে ফোন করেছিলেন, কিন্তু তার স্বামী কোনো উত্তর দেয়নি। পরবর্তীতে হাসপাতালে গিয়ে তার সঙ্গে কথা হয়, তবে তিনি সাংবাদিকদের সামনে কিছু বলার জন্য তাকে নিষেধ করেন।

এই ঘটনার পর, ওই নারী তার শ্বশুরের সঙ্গে ফোনে কথা বলতে থাকেন এবং দাবি করেন, “আমার শ্বশুর ও স্বামী সবাই আমাকে ভয় দেখাচ্ছে। আমার স্বামী আমাকে বলেছে, সুস্থ হলে আমাকে দেখে নিবে।”

প্রসঙ্গত, ১৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে উত্তরায় এই ঘটনা ঘটে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়, দুই যুবক ক্ষিপ্ত হয়ে এক ব্যক্তিকে রামদা দিয়ে আঘাত করছে। এই সময় ওই ব্যক্তির স্ত্রী প্রাণ বাঁচানোর জন্য সামনে দাঁড়িয়ে স্বামীর জন্য প্রার্থনা করেন এবং তাকে রক্ষা করতে জীবনের ঝুঁকি নেন।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন