সর্বশেষ

সারাদেশ

আজহারুলের মুক্তির দাবিতে পাবনায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ

এম এস রহমান, পাবনা
এম এস রহমান, পাবনা

মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ১:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনায় জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১১টার দিকে পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে শহীদ চত্বর থেকে বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি কোর্ট মোড়, অনন্ত মোড় ও মুজাহিদ ক্লাব হয়ে কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে শেষ হয়।

এর আগে পাবনা শহরের আব্দুল হামিদ সড়কের শহীদ চত্বরে জামায়াতের জেলা শাখার আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য দেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান, অধ্যক্ষ হাফেজ মাওলানা মো. ইকবাল হোসাইন, সাবেক আমির মাওলানা আব্দুর রহিম, জামায়াতের বগুড়া অঞ্চল পরিচালক টিমের সদস্য নজরুল ইসলাম, বেড়া উপজেলা জামায়াতের সাবেক আমির আব্দুল বাছেত খান, পাবনা পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল লতিফ, সদর উপজেলা আমির আব্দুর রব, সাবেক মির অধ্যাপক রকিব উদ্দিন, ইব্রাহিম খলিল আইনুল প্রমুখ।

বক্তারা বলেন, "শেখ হাসিনার ট্রেন বহরে হামলার মিথ্যা মামলায় পাবনা বিএনপির ৪৭ নেতাকর্মী মুক্তি পেয়েছেন। ১০ ট্রাক অস্ত্র মামলার আসামি লুৎফুর রহমান বাবর এবং তারেক রহমানও মুক্তি পেয়েছেন, যা সবাইকে আনন্দিত করেছে। কিন্তু জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি না পাওয়া অত্যন্ত দুঃখজনক। বর্তমান সরকারের ৬ মাস অতিবাহিত হলেও এই মজলুম নেতার মুক্তি মেলেনি।"

তারা আরও বলেন, "আমরা আইনের প্রতি সম্মান রেখে বলছি, আগামী ২০ ফেব্রুয়ারি মামলার শুনানির দিনে আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। অন্যথায় দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এছাড়া যারা এই মিথ্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন এবং যে বিচারকরা রায় দিয়েছেন, তাদেরও বিচারের আওতায় আনতে হবে। সেইসঙ্গে জামায়াত-শিবিরের নিবন্ধন বাতিল করা সরকারের স্বৈরাচারী সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে নিবন্ধন ফিরিয়ে দিতে হবে।"

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন