সর্বশেষ

জাতীয়

কথা একটাই, ডিসি'রা আইন অনুযায়ী চলবেন: আইন উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ডিসি সম্মেলনের তৃতীয় ও শেষ দিনের পঞ্চম অধিবেশন শেষে ডিসিদের প্রতি নির্দেশনা দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। 

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, "আমাদের একমাত্র অনুরোধ হলো, ডিসি'রা যেন আইন অনুযায়ী কাজ করেন। আপনাদের বিবেক অনুযায়ী সিদ্ধান্ত নিন। যেভাবে কিছু কিছু সময়ে জেলা প্রশাসকদের জনগণের বিপক্ষে ব্যবহার করা হয়, তা সম্পূর্ণভাবে আইন ও সংবিধান বিরোধী। যদি আইনের বিধি ও নীতিমালা অনুসরণ করা হয়, তবে জেলা প্রশাসকদের একমাত্র কাজ হবে জনগণের সেবা ও কল্যাণ নিশ্চিত করা।"

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের তৃতীয় ও শেষ দিনের পঞ্চম অধিবেশন শেষে তিনি এসব মন্তব্য করেন। এই অধিবেশনে উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগ, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।

আইন উপদেষ্টা আরও বলেন, "আজকের ডিসি সম্মেলন আমার জন্য একটি নতুন অভিজ্ঞতা। আমি মনে করি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। জেলা প্রশাসকরা মাঠ পর্যায়ে প্রশাসনের বাস্তব চিত্র দেখে থাকেন এবং তাদের তুলনায় এই বিষয়ে আর কেউ ভালো জানে না।"

আসিফ নজরুল বলেন, "আমরা প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের কাছে একটি অনুরোধ করেছি, যে ছাত্ররা এসএসসি এবং এইচএসসি পরীক্ষার পর কয়েক মাসের অবসর পায়, তাদের যেন টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে পাঠানো হয়, যেন তারা ওই সময়ে দক্ষতা অর্জন করতে পারে।"

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন