সর্বশেষ

জাতীয়

চাকরিবিধি চূড়ান্তের দাবি পূরণ না হলে মেট্রোরেল বন্ধের হুমকি 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ৯:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর স্থায়ী কর্মীরা ২০ ফেব্রুয়ারির মধ্যে চাকরিবিধি চূড়ান্ত করার জন্য সময় বেঁধে দিয়েছেন।

১৭ ফেব্রুয়ারি প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছেন, যদি স্বয়ংসম্পূর্ণ চাকরিবিধি প্রণয়ন না করা হয়, তবে ২১ ফেব্রুয়ারি থেকে মেট্রোরেল সেবা বন্ধ রাখা হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকার নাগরিকরা মেট্রোরেল সেবা থেকে বঞ্চিত হলে তার জন্য ডিএমটিসিএল কর্তৃপক্ষ দায়ী হবে।

এছাড়া, "সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান" গত ১২ সেপ্টেম্বর একটি নির্দেশনা প্রদান করেন, যার মাধ্যমে চাকরিবিধি প্রণয়নের জন্য ৬০ দিনের মধ্যে সড়ক বিভাগে পাঠানোর সিদ্ধান্ত হয়েছিল। তবে, পাঁচ মাস পরেও তা 'রহস্যজনক কারণে' প্রণয়ন করা হয়নি। এর ফলে, মেট্রোরেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণে বড় ধরনের সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, কারণ ২০০ জনেরও বেশি প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারী চাকরি ছেড়ে দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ১৩ ফেব্রুয়ারি থেকে এই বিধিমালা প্রণয়নের জন্য জোরালো দাবি জানানো হয়, এবং সোমবার পর্যন্ত ডিএমটিসিএলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খসড়া চাকরিবিধি নিয়ে আলোচনা করেছেন। কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে যে, খসড়া বিধিমালা সংশোধন করে দ্রুত একটি চূড়ান্ত বিধিমালা প্রণয়ন করা হবে।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেছেন, বিষয়টি নিয়ে তারা কাজ করছেন এবং শিগগিরই সমাধান হবে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন