ডিবি পরিচয়ে ৮০ লাখ টাকার স্বর্ণ ছিনতাই, গ্রেফতার ১

মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ৮:০৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মানিকগঞ্জে ৮০ লাখ টাকা মূল্যের ৬০ ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় মূল অভিযুক্ত মোঃ নুর নবী ওরফে নুহু নবীকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।
মানিকগঞ্জের শিবালয় থানাধীন ঢাকা-আরিচা মহাসড়কে এক ব্যবসায়ীর কর্মচারীকে ভয়ভীতি দেখিয়ে এই ছিনতাই করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে গত ২১ অক্টোবর শিবালয় থানায় একটি মামলা করেন। এরই প্রেক্ষিতে পুলিশ তদন্তে নেমে ১৬ ফেব্রুয়ারি (রোববার) চুয়াডাঙ্গা থেকে এজাহারভুক্ত আসামি মোহাম্মদ নুর নবীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মোহাম্মদ নুর নবী চুয়াডাঙ্গা জেলা দামুড়হুদা থানাধীন পুরাতন বাস্তপুর গ্রামের মোহাম্মদ গোলাম মোস্তফার ছেলে।
তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর সুমন চক্রবর্তী জানিয়েছেন, বাকিদের গ্রেফতার ও স্বর্ণ উদ্ধারের জন্য অভিযান চলছে।
জানা গেছে, ভুক্তভোগী উসমান (৪২) মানিকগঞ্জের সিংগাইর থানাধীন গোবিন্দল জামটি বাজারের এক স্বর্ণ ব্যবসায়ীর কর্মচারী। চুয়াডাঙ্গার একটি জুয়েলার্সে ৬০ ভরি স্বর্ণ পৌঁছে দেয়ার দায়িত্বে থাকা উসমান গত ১৮ অক্টোবর সকাল ৯টার দিকে সিএনজি যোগে মানিকগঞ্জের উদ্দেশে রওনা দেন। এ সময় অভিযুক্ত মোঃ নুর নবী একাধিকবার তার সাথে মোবাইলে যোগাযোগ করেন এবং উথুলী বাসস্ট্যান্ডে দেখা করতে বলেন। উসমান সেখানে পৌঁছালে অভিযুক্ত ব্যক্তি তাকে ভাই ভাই হোটেলে খাওয়ানোর পর রিকশায় তুলে দেন। বোয়ালী বড় ব্রিজের পূর্ব পাশে পৌঁছালে তিনজন অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেল নিয়ে উসমানের পথরোধ করে। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্বর্ণ অবৈধ দাবি করে ভয়ভীতি দেখায়। একপর্যায়ে জোরপূর্বক ৬০ ভরি স্বর্ণ ছিনিয়ে নিয়ে দ্রুত মোটরসাইকেলে করে আরিচার দিকে পালিয়ে যায়। ভয়ে কিংকর্তব্যবিমূঢ় উসমান ঘটনাটি মালিককে জানান এবং পরিবারের পরামর্শে শিবালয় থানায় অভিযোগ দায়ের করেন।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এ.আর.এম আল- মামুন বলেন, আসামিকে চুয়াডাঙ্গা থেকে গ্রেফতার করে সোমবার ভোররাতে শিবালয় থানায় নিয়ে আসা হয়। এরপর দুপুরের দিকে আদালতের মাধ্যমে তাকে মানিকগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
১৪৬ বার পড়া হয়েছে