সর্বশেষ

জাতীয়

উত্তরায় দম্পতিকে কোপানো কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ৫:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানী ঢাকার উত্তরার ৭ নম্বর সেক্টরে এক দম্পতিকে প্রকাশ্যে কুপিয়ে আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।

এই ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন মোবারক হোসেন (২৫) এবং রবি রায় (২২)।

 

১৭ ফেব্রুয়ারি, সোমবার রাত সাড়ে ১০টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

 

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানিয়েছেন, হামলায় জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং আহত দম্পতি বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। ঘটনার পর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, সাদা ও জলপাই রঙের শার্ট পরা দুই যুবক রামদা দিয়ে একটি পুরুষ ও তার সঙ্গে থাকা নারীকে কুপাচ্ছে। এই সময়ে ওই নারী জীবন বাঁচানোর জন্য হাত জোড় করে সন্ত্রাসীদের কাছে মাফ চাইতে দেখা যায়। স্থানীয়রা কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, কিশোর গ্যাংয়ের সদস্যরা উত্তরা সেক্টরের মধ্যে উচ্চ শব্দে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে দ্রুত গতি দিয়ে চালাচ্ছিল। তারা এক শিশুকে চাপা দেয়ার চেষ্টা করলে, পাশ দিয়ে যাওয়ার সময় ভুক্তভোগী দম্পতি প্রতিবাদ করেন। এরপর কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের লোকজন ডেকে রামদা দিয়ে দম্পতিকে আক্রমণ করে। শেষ পর্যন্ত স্থানীয়রা দুইজন কিশোর গ্যাং সদস্যকে ধরে গণপিটুনি দেয় এবং পুলিশে তুলে দেয়।

১৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন