সর্বশেষ

আইন-আদালত

মানবতাবিরোধী ট্রাইব্যুনালে আজ হাজির হচ্ছেন ১৬ জন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ৪:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ১৬ জন আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।

এর মধ্যে ১১ জন সাবেক মন্ত্রীসহ ১৬ জনের নাম রয়েছে, যারা আওয়ামী লীগ সরকারের সদস্য ছিলেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা নাগাদ আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হবে। এই ১১ জন মন্ত্রী হচ্ছেন—আনিসুল হক, আমির হোসেন আমু, শাজাহান খান, কামরুল ইসলাম, লে. কর্নেল (অব.) ফারুক খান, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী এবং ডা. দীপু মনি।

অন্যদিকে, অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন— সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর ২ জন উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম।

এর আগে, গত ১৮ নভেম্বর ১৬ জনের মধ্যে ১৩ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। এই দিন, প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানো হয়েছিল। এরপর, ওই দিন আদালত চিফ প্রসিকিউটরকে আসামিদের বিরুদ্ধে সব প্রমাণ জমা দেওয়ার জন্য দুই মাস সময় চেয়েছিলেন, কিন্তু আদালত এক মাসের সময় দিয়েছিলেন। আজ, তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য নির্ধারিত দিন।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন