সর্বশেষ

রাজনীতি

আজ দেশব্যাপী জামায়াতের বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ৪:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আজ মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এ কর্মসূচি সফল করতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সকল নেতাকর্মী ও জনগণকে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন।

সোমবার এক বিবৃতিতে তিনি জানান, ঢাকা মহানগরীসহ দেশের অন্যান্য মহানগরী ও জেলায় শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

আজ বিকেল ৪টায় পল্টন মোড়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিলে নেতৃত্ব দেবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

গোলাম পরওয়ার তার বিবৃতিতে উল্লেখ করেন, সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ১৩ বছর ধরে কারাগারে বন্দি আছেন। তাকে একাধিকবার রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে, ফলে তিনি বেশ কয়েকবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কিন্তু তাকে কোনো চিকিৎসা সুবিধা প্রদান করা হয়নি।

তিনি আরও বলেন, দেশের জনগণ আশা করেছিল যে, দমন-পীড়নের শিকার আজহারুল ইসলাম একটি গণতান্ত্রিক ও মুক্ত বাংলাদেশে মুক্তি পাবেন। কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরও প্রায় সাত মাস পরেও তাকে মুক্তি দেওয়া হয়নি। শেখ হাসিনার শাসনামলের বিচারিক প্রক্রিয়া বিশ্বব্যাপী বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ হয়েছে। আজহারুল ইসলামের কারাবাস নির্যাতন ও অবিচারের শামিল, এবং তাকে এখনও বন্দি রাখা জাতিকে বিস্মিত করেছে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন