সর্বশেষ

জাতীয়

এসি ২৫ ডিগ্রিতে রাখতে হবে, না হলে সংযোগ বিচ্ছিন্ন: উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ২:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
পবিত্র রমজান এবং গরমের মৌসুমে শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্র (এসি) ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রায় রাখার জন্য বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, যদি এই অনুরোধ পালন না করা হয়, তবে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা অথবা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে উপদেষ্টা মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন। সেখানে তিনি বলেন, বিদ্যুৎ সরবরাহ সুষ্ঠু রাখতে এবং বিদ্যুৎ সাশ্রয় করার জন্য এই অনুরোধ করা হয়েছে। এর মাধ্যমে প্রায় দুই হাজার থেকে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব হবে। বিদ্যুৎ বিভাগের একটি বিশেষ দল নিয়মিতভাবে নজরদারি করবে এবং যদি দেখা যায় অনুরোধ উপেক্ষা করা হয়েছে, তাহলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে, এমনকি বিদ্যুতের সংযোগও বিচ্ছিন্ন করা হতে পারে।

উপদেষ্টা আরও বলেন, শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সকল উপদেষ্টা পরিষদ সদস্যদের চিঠি দেওয়া হবে। মন্ত্রিপরিষদ সচিবকে এ বিষয়ে একটি চিঠি পাঠানো হবে এবং মানুষের বাসাবাড়ির বিষয়ে তিনি সাংবাদিকদের মাধ্যমে এই অনুরোধ জানান।

২৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন