ধামরাইয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার, ধর্ষক আটক

সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকার ধামরাইয়ে শিয়ালকুলে প্রথম শ্রেণীতে পড়ুয়া ৮ বছরের এক মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আবুল হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
গতকাল রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০ দিকে সুয়াপুর ইউনিয়নের শিয়াকুল এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। শিশুটি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসারধীন রয়েছে।
শিশুটির মা জানান, তার মেয়ে স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণিতে লেখাপড়া করে। রোববার বিকেলের দিকে অভিযুক্ত আব্দুল তাকে ফুসলিয়ে নিজ বাসায় নিয়ে যায়। পরে তাকে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন এসে অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করে। আমি খবর পেয়ে মেয়েকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠাই।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সুয়াপুরে প্রথম শ্রেণির এক ৮ বছরের মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্থানীয়রা আবুল নামে এক ব্যক্তিকে প্রথমে আটক করে পরে গণধোলাই দেয়। পরে পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত ধর্ষকে আটক করে থানায় নিয়ে যায়।
ধর্ষক আবুলকে গ্রেফতারে বিষটি নিশ্চিত করে ধামরাই থানার উপ পরিদর্শক এসআই মোঃ আতাউল বাবু জানান আমরা সংবাদ পেয়ে অভিযুক্ত আবুল হোসেনকে জনতার কাছ থেকে আটক করে থানায় নিয়ে আসি। আবুল হোসেনকে গণধোলাই দেয়ায় প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা ব্যবস্থা নেয়া হবে।
১৭২ বার পড়া হয়েছে