সর্বশেষ

জাতীয়

দুই মাসে খাদ্যবান্ধব কর্মসূচিতে দেয়া হবে ৩ লাখ টন চাল: খাদ্য উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৮:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, আসন্ন রমজান মাস উপলক্ষে মার্চ ও এপ্রিল মাসে মোট তিন লাখ টন চাল খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সরবরাহ করা হবে।

এই পরিমাণ চালের মধ্যে প্রতি মাসে ১ লাখ ৫০ হাজার টন করে বিতরণ করা হবে। তিনি আরও জানান, ৩০ টাকা কেজি দরে ১৫ কেজি করে চাল পাবে ৫০ লাখ পরিবার।

সোমবার জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের খাদ্য ও ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত প্রথম অধিবেশন শেষে তিনি এ বিষয়ে কথা বলেন। উপদেষ্টা জানান, রমজান মাসে বিশাল পরিমাণ খাদ্যশস্য অত্যন্ত সুলভ মূল্য বা কিছু ক্ষেত্রে বিনামূল্যে বিতরণ করা হবে এবং এই কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য ডিসিদের নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, টিসিবির মাধ্যমে দুই মাসে মোট ৫০ লাখ টন চাল বিতরণ করা হবে, এর মধ্যে এক লাখ টন চাল যাবে ওএমএস (ওপেন মার্কেট সেল) এর মাধ্যমে। পাশাপাশি ঈদ উপলক্ষে এক কোটি পরিবারকে ১০ কেজি করে চাল বিনামূল্যে দেওয়া হবে। তিনি জানান, এসব উদ্যোগ বাজারে চালের দাম নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডিসিরা এই বিতরণ কার্যক্রমের প্রধান তদারকি করবেন। বিশেষ করে ঢাকা মেট্রোপলিটনে পূর্বে যা তেমন নজর দেওয়া হতো না, এখন সেখানে কঠোর তদারকি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

১৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন