সর্বশেষ

রাজনীতি

‘জাগো বাহে-তিস্তা বাঁচাও’, বিএনপি'র দু’দিনের কর্মসূচি শুরু 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৪:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আজ সোমবার শুরু হচ্ছে তিস্তা নদীর পানি বণ্টন এবং নদী রক্ষার প্রকল্প বাস্তবায়নের দাবিতে পূর্বঘোষিত দু’দিনের আন্দোলন কর্মসূচি।

‘জাগো বাহে-তিস্তা বাঁচাও’ স্লোগান নিয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলন ব্যানারে এই কর্মসূচিতে বিএনপি এবং তাদের সহযোগী রাজনৈতিক দলসমূহ অংশগ্রহণ করবে।

এই কর্মসূচিতে ৪৮ ঘণ্টা ব্যাপী, দিন-রাত অবিরাম নদী তীরবর্তী অঞ্চলে অবস্থান কর্মসূচি পালন করা হবে। তিস্তা নদী এবং অন্যান্য অভিন্ন নদীর পানি বণ্টন সমস্যা সমাধান এবং ভারতের ওপর চাপ সৃষ্টির মাধ্যমে দেশের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে এই আন্দোলনের আয়োজন করা হয়েছে।

লালমনিরহাট তিস্তা রেল সেতুর কাছাকাছি এলাকায় আজ এই কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকাল মঙ্গলবার, কর্মসূচির সমাপনী দিনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দেবেন।

এছাড়া, দেশের উত্তরের পাঁচটি জেলা—লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা এবং নীলফামারীতে বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিতিতে সমাবেশ অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিতে মিত্র দলগুলোর নেতারাও অংশ নেবেন।

উদ্যোক্তারা জানিয়েছেন, তিস্তার পানির ন্যায্য ভাগ এবং মহাপরিকল্পনার বাস্তবায়নের দাবিতে পদযাত্রা এবং ২৩০ কিলোমিটার এলাকায় অবস্থান কর্মসূচি পালন করবে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’ কমিটি। পদযাত্রায় বিএনপির স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

রংপুর অফিস সূত্রে জানা গেছে, তিস্তাপারের মানুষ এই আন্দোলনে নতুন আশার সঞ্চার দেখছেন। নদীপারের চর ইছলী গ্রামের বাসিন্দা আব্দুল জব্বার বলেন, "আমরা আর কতদিন এমন কষ্ট সহ্য করব? সরকারের কথা শুনে শুনে আর আশা বেঁধে থাকতে থাকতে এখন মনে হচ্ছে, এই আন্দোলন আমাদের ভাগ্য পরিবর্তন করবে।"

১৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন